বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

হাকিমপুরে ৩৯ টি পরিবারের মাঝে  গরু বিতরণ 

হাকিমপুর  (দিনাজপুর) প্রতিনিধি
  ১১ মার্চ ২০২৫, ১৭:৩১
হাকিমপুরে ৩৯ টি পরিবারের মাঝে  গরু বিতরণ 
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের হাকিমপুরে মঙ্গলবার (১১মার্চ) ৩৯টি ক্ষুদ্র -নৃগোষ্ঠী পরিবারের মাঝে বকনাগরু বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে কার্যালয় চত্বরে গরুগুলি বিতরণ করা হয়।

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ক্রসবকনা গরুগুলি ও ভিটামিন বিতরণ করা হয়। এবং পরবর্তীতে প্রত্যেকের মাঝে ১০০ কেজি করে খাদ্য বিতরণ করা হবে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর ইউএনও অমিত রায়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,যায়যায়দিন হাকিমপুর প্রতিনিধি রমেন বসাক, মাছরাঙ্গা টেলিভিশন হিলি প্রতিনিধি হালিম আল রাজি,প্রতিদিনের বাংলাদেশ হিলিপ্রতিনিধি মোকছেদুল মোমিন মোয়াজ্জেন,হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী প্রমূখ।

প্রসঙ্গত, প্রকল্পটির আওতায় মোট ৯০০ টি পরিবারের মাঝে গবাদিপশু ও হাঁস মুরগি বিতরণের অংশ হিসেবে আজ গরুগুলি বিতরণ করা হলো। এর পূর্বে ৬৫৮ টি পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হয়। এর মধ্যে ৩৯ টি পরিবারকে ১টি করে বকনাগরু, ৩৯ টি পরিবারকে ১ টি করে ষাড়বাছুর,২১০ টি পরিবারকে হাঁসের ঘরসহ ২০ টি করে হাস, ২০০ টি পরিবারকে ঘর তৈরি সহ ২০ টি করে মুরগি ও ১৭০ টি পরিবারের মাঝে ২ টি করে ভেড়া ও খাদ্য বিতরণ করা হয়। এবং পরবর্তীতে পর্যায়ক্রমে অবশিষ্ট পরিবারগুলোকেও পুনবাসিত করা হবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে