বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বিরামপুরে ১৬ লক্ষাধিক টাকার মাদকসহ চোরাকারবারি আটক

বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি
  ১৫ মার্চ ২০২৫, ১৬:০০
বিরামপুরে ১৬ লক্ষাধিক টাকার মাদকসহ চোরাকারবারি আটক
প্রতীকি ছবি

দিনাজপুরের বিরামপুরে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৯ ফুলবাড়ি, ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ১৬ লক্ষা়ধিক টাকার মাদকসহ এক চোরাকারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার (১৫ মার্চ ) চৌঠা সীমান্ত ফাঁড়ির হাবিলদার শহিদুল ইসলাম জানান, শনিবার সকার ৯টার সময় তাঁর নেতৃত্বে টহল সৈনিকসহ সীমান্তের মেইন পিলার ২৯৬/২ এস সাব পিলার থেকে ৭'শ গজ বাংলাদেশ অভ্যন্তরের চৌঠা লিচু বাগানের মধ্য ভারতীয় নিষিদ্ধ ১০ হাজার ৮" শ ৭০ পিচ নেশার জাতীয় ইনজেকশন, ৫ বোতল ফেন্সিডিল ও ১ কেজি জিরাসহ উপজেলা বাকুন্দা গ্রামের মৃত: ছলিম উদ্দিনের ছেলে নূর আলম শাহীন(৩৫) কে আটক করে।

আটককৃত মালামালের সিজার মূল্য ১৬ লক্ষ ৩৩ হাজার ৫'শ টাকা। এ বিষয়ে বিরামপুর থানায় চোরাচালান আইনে মামলার প্রস্তুতি চলছর বলে তিনি জানিয়েছেন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে