কুমিল্লার চান্দিনায় কিস্তির টাকা তুলতে যাওয়া এনজিওর পুরুষকর্মীকে গাছের সাথে বেঁধে নারী কর্মীর নগ্ন ভিডিও ধারণ করে ব্লাকমেইলিংয়ের ঘটনা ঘটেছে। একটি নির্জন বাগানে নিয়ে তাদের মানসিক ও শারিরীক নির্যতনের পর ধারণকৃত নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থও হাতিয়ে নেয়া হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আইডিএফ নামে একটি এনজিওর এক পুরুষ ও এক নারী কর্মী তুলাতলি গ্রামে ঋণের কিস্তি আদায় করতে সন্ধ্যা গড়িয়ে যায়।
এ সময় কয়েকজন যুবক তাদের আটক করে তুলাতলী গ্রামের শেষে এতবারপুর মালিবাড়ি সংলগ্ন একটি মৎস্য প্রজেক্টের পাড়ে নিয়ে তাদের আদায় করা কিস্তির টাকা ছিনিয়ে নেয়। পরে সেখান থেকে তাদের হাত ও চোখ বেঁধে তুলাতলি দক্ষিণপাড়া দিঘির পাড়ে নিয়ে নিয়ে পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে মারধর ইলেকট্রিক শক দেয়া হয়। আর নারী কর্মীকে নগ্ন করে মোবাইলে ভিডিও ধারণ করে তারা।
চান্দিনা থানার ওসি নাজমুল হুদা জানান, হাসপাতালে চিকিৎসা শেষে আমরা তাদের থানায় এনে বিস্তারিত শুনে মামলা নেই। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।