ময়মনসিংহের মুক্তাগাছায় দাওগাঁও ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার দাওগাঁও ইউনিয়নের বটতলা বাজার কাচারি মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক হাবিবুর রহমান রতন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, উপজেলা যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান মঞ্জুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি'র আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু , অনিয়ম দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলে আগামী প্রজন্মের বাসযোগ্য আধুনিক সুখী সমৃদ্ধ মুক্তাগাছা উপজেলা গড়তে ও দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানান।
তিনি আরও বলেন আমরা সবাই মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ও দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত কর্মী হিসেবে দেশ ও দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
যাযাদি/ এসএম