বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পত্নীতলায় মানববন্ধন ও আলোচনা সভা

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  ২৩ মার্চ ২০২৫, ১৪:৩৭
পত্নীতলায় মানববন্ধন ও আলোচনা সভা
ছবি: যায়যায়দিন

সারা দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা ও যৌন নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় পত্নীতলায় উপজেলা পিএফজি-র উদ্যোগে সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উক্ত আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও পত্নীতলা পিএফজি-র কো-অর্ডিনেটর সাজেদুর রহমান দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিএফজি সদস্য জয়নাল আবেদীন, পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মর্জিনা বেগম, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আজগর আলী, শিবপুর কলেজের প্রভাষক মাহমুদুন নবী, নজিপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক অশ্বীনি রায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, মজনুর রহমান, মিলন কুমার, আদিবাসী নেতা নরেন পাহান, পুরোহিত জীবন চক্র বতী, লাভলী চৌধুরী, রাকিবুল হাসান, দি হাঙ্গর প্রজেক্টের সমন্বয়ক আছির উদ্দিন, সুকমল মন্ডল। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সূধীজন প্রমূখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে