ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গীতে পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনের গাজায় মুসলিমদের উপর বর্বরোচিত হামলা চালিয়ে নির্বিচারে শিশু-নারীসহ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকালে হেফাজতে ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি বালিয়াডাঙ্গী উপজেলা ইক্ষু সেন্টার মাঠ থেকে বের হয়ে উপজেলার প্রধান চারটি সড়ক প্রদক্ষিণ করে।
পরে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য দেন হেফাজতে ইসলাম ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ইমদাদুল হক শাহী হুজুর, সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা এতে অংশ নেন।
যাযাদি/ এমএস