বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ঘোড়াঘাটে নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে মে দিবস পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  ০১ মে ২০২৫, ১৪:৫৬
ঘোড়াঘাটে নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে মে দিবস পালিত
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের ঘোড়াঘাট থানা নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ-১৪২৫ এর আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলার রানীগঞ্জ বাজার সোনালী ব্যাংক মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে রানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে ঘোড়াঘাট থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমানের নেতৃত্বে অংশ নেয়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাবলু,উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. নেওয়াজ শরীফ সরকার, সিংড়া ইউপি চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেন ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সারোয়ার হোসেন,সিংড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহফুজার রহমানসহ অনেকে।

র‍্যালি শেষে রানীগঞ্জ সোনালী ব্যাংক মোডে় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ঘোড়াঘাট থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে