বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সাদুল্লাপুরের শিক্ষা কর্মকর্তা পরিচয়ে প্রধান শিক্ষকের সাথে প্রতারণা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  ২৯ মার্চ ২০২৫, ১৭:৩৩
সাদুল্লাপুরের শিক্ষা কর্মকর্তা পরিচয়ে প্রধান শিক্ষকের সাথে প্রতারণা
প্রতীকী ছবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা জেসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রতারনার ফাঁদে ফেলে ১৪ হাজার ৬ শত টাকা মোবাইল ফোনের মাধ্যমে হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র। এঘটনায় শনিবার(২৯ মার্চ) ওই প্রধান শিক্ষক সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগসুত্রে জানা গেছে,গত ২/৩ দিন আগে,শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার পরিচয় দিয়ে এই মোবাইল নম্বর দুটি থেকে ০১৭৩৯৭৩৬৩২৬ ও ০১৭৮৯৭৮৬৮০৫ প্রধান শিক্ষককে ফোনে জানান শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনার বিদ্যালয়েের নামে আসবাবপত্র ক্রয় বাবদ ৪ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দ নিতে চাইলে আপনাকে ৪ লক্ষ টাকার ভ্যাট বাবদ ১৪ হাজার ৬ শত দ্রুত পাঠাতে হবে।মৃদু ধমকে প্রতারক প্রধান শিক্ষক কে বলেন, এক্ষনি এটাকা পাঠাতে না পারলে আপনার বরাদ্দ বাতিল করে দেয়া হবে।

কিন্তু প্রধান শিক্ষক কোন কিছু বুঝে উঠার আগেই প্রতারকের কথা বিশ্বাস করে গত ২৭ মার্চ প্রতারক প্রদত্ত ০১৭৪২৭২৮৫৯১ এই বিকাশ নম্বরে ১৪ হাজার ৬ শত টাকা পাঠিয়ে দেন প্রধান শিক্ষক।ঘটনার বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগি প্রধান শিক্ষক বলেন,শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয়ে এই প্রতারক আমার স্কুলের নামে আসবাবপত্র বাবদ ৪ লক্ষ বরাদ্দের কথা বলে ভ্যাট বাবদ ১৪ হাজার ৬ শত টাকা হাতিয়ে নিয়েছে। এরপর ওই প্রতারক আমার সহজ সরলতার সুযোগ নিয়ে আবারো ১০ হাজার টাকা দাবি করে।এভাবে আবারো টাকা চাওয়ায় আমার অনেকটা সন্দেহ হয়।

পরে প্রতারণার বিষয়টি আঁচ করতে পেরে আমি টাকা ফেরত চাইলে প্রতারক নানা ধরনের তালবাহানা করে ফোন কেটে দেয়।সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন,প্রতারক চক্রকে খুঁজে বের করার চেষ্টা চলছে।ইতোমধ্যে এবিষয়ে অনেকটা অগ্রহতি হয়েছে

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে