বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

লোহাগাড়ায় ঈদ পুনর্মিলনীতে ভিসি ড. ইসমাইল সংবর্ধিত

লোহাগাড়া( চট্টগ্রাম)প্রতিনিধি
  ০৩ এপ্রিল ২০২৫, ১৬:২৫
আপডেট  : ০৩ এপ্রিল ২০২৫, ১৬:২৬
লোহাগাড়ায় ঈদ পুনর্মিলনীতে ভিসি ড. ইসমাইল সংবর্ধিত
যায়যায়দিন

'স্মৃতিতে খুঁজি, স্মৃতিতে বাঁচি, প্রিয় অঙ্গনে চলো প্রীতিবন্ধন গড়ি'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান কলাউজান ডাঃ এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনে দিনব্যাপী প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী ২০২৫ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল সহ প্রাক্তন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টিত হয়েছে।

বুধবার (২ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজনে প্রাক্তন শিক্ষার্থী ব্যাংকার মো: জসিম উদ্দিন, ক্রীড়া ভাষ্যকার সেলিম উদ্দিন, প্রাক্তন শিক্ষার্থী মুহাম্মদ শহিদুল ইসলাম,অশ্রু ও ছন্দা,র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাউজ ডাঃ এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কান্তি পাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংর্বর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদালয়ের প্রাক্তন ছাত্র ও নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল।

এতে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন।

দিনের প্রথম অংশে স্কুল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহ্বায়ক নুরুল আলম চৌধুরী ও বিশেষ অতিথি সাবেক কারা হাসপাতালের প্রধান চিকিৎসক ডাঃ মোস্তাফিজুর রহমান সকল অতিথিদের নিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দল, বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পক্ষ থেকে অতিথি ,শিক্ষক ও শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধিত করা হয়।

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সংবর্ধিতরা হলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল, বরিশাল সার্ভে ট্রাইব্যুনাল এর বিচারক (যুগ্ম জেলা জজ) চন্দন কান্তি নাথ, সাবেক কারা হাসপাতালের প্রধান চিকিৎসক ডাক্তার মোস্তফিজুর রহমান, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ আব্বাস উদ্দিন, প্রফেসর ড. কনক কুমার বড়ুয়া, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মুমিনুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক সহকারী এটর্নী জেনারেল এডভোকেট মকবুল আহমদ, সুপারিশ প্রাপ্ত সহকারি জজ রিগান বড়ুয়া সৌরভসহ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহবায়ক নুরুল আলম চৌধুরী।

প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সদস্য সচিব হারুন অর রশিদের সার্বিক তত্ত্বাবধানে, দিনব্যাপী অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন, ব্যাংকার শাহাদত হোসাইন, শিক্ষক আবদুল গফুর, আসহাব উদ্দিন, কায়দা আজম, সমরেশ বড়ুয়া, শিক্ষক আবদুস ছবুর, রোকন উদ্দিন, রূপন কান্তি বড়ুয়া, ব্যাংকার তুষার বড়ুয়া, বেলাল উদ্দিন, হামিদ হোসেন আজাদ, ফৌজুল কবির, রাকিবসহ আরো অনেকেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আমাদেরকে মানবিক ও নৈতিক গুণ সম্পন্ন হতে হবে। প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদেরকে কারিগরি শিক্ষায় এগিয়ে যেতে হবে। আমার প্রাণপ্রিয় এই স্কুলকে কারিগরি শিক্ষায় উন্নীত করতে আমি সর্বাত্মক সহযোগিতা করে যাবো।আজকের সংবর্ধিত সকল অতিথির সার্বিক সহযোগিতায় এই বিদ্যালয় আলোকিত ও শ্রেষ্ঠত্ব অর্জন করবে বলে আমার বিশ্বাস।

প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পুনর্মিলনী ও গুণী শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আগামীতেও করার জন্য উদাত্ত আহ্বান জানান।অনুষ্টান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান হয়।অনুষ্টানে প্রাক্তন কৃতি শিক্ষার্থী ও ব্যাংকার মোহাম্মদ আলমগীরসহ বেশ কয়েকজন কৃতি শিক্ষার্থীকে গান পরিবেশন করতে দেখা যায়।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে