বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কসবায় দুই মাদকসেবির কারাদণ্ড

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ০৪ এপ্রিল ২০২৫, ০৯:০৩
কসবায় দুই মাদকসেবির কারাদণ্ড
ছবি: যায়যায়দিন

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ১১ টার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌরসভার ২নং ওয়ার্ডের জাজিসার এলাকায় মো. জিতু মিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মোবারক হোসেন (৩০) কে ইয়াবা সেবনরত অবস্থায় এবং মাহাবুব আলম (৩৪) কে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। তারা স্বেচ্ছায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের সম্মুখে দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০/- (এক হাজার) টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয় ।

অভিযানে কসবা থানা পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা সহায়তা করে । উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে