সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

প্রত‍্যাশা সামাজিক সংগঠনের আলোচনা সভা ও কমিটি গঠন

রূপসা (খুলনা) প্রতিনিধি
  ০৫ এপ্রিল ২০২৫, ১১:৩৫
প্রত‍্যাশা সামাজিক সংগঠনের আলোচনা সভা ও কমিটি গঠন
ছবি: যায়যায়দিন

দীর্ঘ দিন পর অরাজনৈতিক একটি সংগঠন প্রত্যাশা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিশেষ সাধারণ সভা রূপসা উপজেলা সদরে শুক্রবার সন্ধ‍্যায় কাজদিয়া উচ্চ মাধ‍্যমিক বিদ‍্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ইসলাম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো: শহিদুল্লাহ। সভায় স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক প্রতাপ শীল।

প্রধান আলোচক ছিলেন মনির আহমেদ সিদ্দিকী। বক্তৃতা করেন মো: আকরাম হোসেন, শেখ বিল্লাহ হোসেন, শেখ ওলিয়ার হোসেন, মুন্না সরদার,রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ. রাজ্জাক শেখ।

এসময় জুমে যুক্ত হয়ে বক্তৃতা করেন সাবেক সাধারণ সম্পাদক শামীম হাসান খান, সাবেক সভাপতি শেখ জহিরুল হক শারাদ, মামুনুর রশিদ মুক্ত, সাইফুল ইসলাম ইমন, আরিফুল ইসলাম টিটু। সভায় বক্তৃতারা প্রথমে সংগঠনের সদস‍্য মাহাবুবুর রহমান খান ও শেখ শহিদুল্লাহ'র মৃত‍্যুতে শোক প্রকাশ করেন।

এছাড়া ১৯৪৭ সাল থেকে এই পযর্ন্ত যত লোক দেশের জন‍্য শহীদ ও আহত হয়েছেন তাদের প্রতি শোক ও পরিবারের প্রতি প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সংগঠনকে গতিশীল করার লক্ষে সকল কর্মকান্ড সতেজ রাখার জন‍্য নতুন কমিটি গঠন করা হয়। উপস্থিত সকল সদস্য ও জুমে যুক্ত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ৫ সদস‍্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সভাপতি পদে শেখ বিল্লাহ হোসেন, সাধারণ সম্পাদক পদে মো: আকরাম হোসেন, মহিলা সম্পাদিকা সেলিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান, নির্বাহী সদস্য জহিরুল হক শারাদ, ফিরোজুল ইসলাম শফি, টিপু সুলতান, মাহফুজুর রহমান, বিশ্বজিৎ বর্ধন, রাশিদুল ইসলাম রাজু, প্রতাপশীল,শেখ শহীদ, তানভীর সিদ্দীকী তনু।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে