বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ঘাটাইলে কৃষি জমি কাটার অপরাধে ২ জনের কারাদণ্ড

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  ০৮ এপ্রিল ২০২৫, ১৩:২৪
ঘাটাইলে কৃষি জমি কাটার অপরাধে ২ জনের কারাদণ্ড
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জামুরিয়া ইউনিয়নের কর্না গ্রামে কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে ২জন কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও মোঃ আবু সাঈদ।

সোমবার (৭ এপ্রিল) রাত ১১টা ৩০মিনিটে এ দণ্ডাদেশ দেন। দন্ডিত ব্যক্তিরা হলেন মধ্যকর্না গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোঃ সাদ্দাম হোসেন(২৯)নবরত্ন বাড়ী গ্রামের কোরবানীর আলীর ছেলে মোঃ জাকির হোসেন(৩০)।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ জানান উপজেলা জামুরিয়া ইউনিয়নের জাকির হোসেন, সাদ্দাম হোসেন প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আধারে কৃষি জমির টিপ সয়েল কাটেন। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে রাতেই ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুজন কে কারাদন্ড দেন। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও মোঃ আবু সাঈদ জানান যদি কোন ব্যক্তি কৃষি জমির নষ্ট করে মাটি কাটে তাহলে তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে