ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে পাংশা উপজেলা ছাত্রদল, পাংশা সরকারি কলেজ ও মাছপাড়া কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পাংশা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে মুখে কালো পতাকা বেঁধে ছাত্রদলের অবস্থান কর্মসূচি শুরু হয়, অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের টেম্পু ষ্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে পাংশা উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম আহম্মেদ রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাংশা উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা ছাত্র দলের নেতা সজীব রাজা, পাংশা পৌর ছাত্রদলের সভাপতি রাশিদুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলা পৌর কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
যাযাদি/ এসএম