ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিক কল্যাণ সোসাইটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌরশহরের কলেজপাড়াস্থ বাঁধন কমিউনিটি সেন্টারে এক সভায় ১৩ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, জীবন মান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, অধিকার সুরক্ষায় একে অপরের পাশে থাকাই এ সংগঠনের লক্ষ্য। শাহাদত হোসন লিটনের সভাপতিত্বে সভায় আলোচনাক্রমে নাসির উদ্দিন (দৈনিক সমকাল) সভাপতি, তাজবীর আহমেদ (দৈনিক আমাদের সময়) সাধারণ সম্পাদক এবং অমিত হাসান আবির (এশিয়ান টিভি) কে কোষাধ্যক্ষ করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, মো. শাহাদাত হোসেন লিটন (দৈনিক মানবজমিন), কাজী হান্নান খাদেম (দৈনিক যায়যায়দিন), মো. সাইফুল ইসলাম (বাংলা টিভি), মো. ফজলে রাব্বি (দৈনিক যুগান্তর), জালাল হোসেন মামুন (দৈনিক দেশ রূপান্তর), রুবেল আহমেদ (দৈনিক কালবেলা), নাজমুল আহমেদ রনি (দৈনিক সময়ের আলো), সাদ্দাম হোসেন (আরটিভি), হাসান মাহমুদ পারভেজ (দৈনিক আমাদের নতুন সময়), অমিত হাসান অপু (দৈনিক নবচেতনা)।
নতুন নিযুক্ত সভাপতি নাসির উদ্দিন বলেন, আখাউড়ার সকল সাংবাদিকের সমন্বয়ে একটি শক্তিশালী প্লাটফর্ম গড়ে তুলতে চাই। মূলত সাংবাদিকদের কল্যাণই এ সংগঠনের উদ্দেশ্য। এছাড়াও সকলে ঐক্যবদ্ধ থাকা, একে অপরের বিপদে-আপদে পাশে দাঁড়ানো, ন্যায় সঙ্গত অধিকার রক্ষায় সহযোগিতা করা ইত্যাদি। পর্যায়ক্রমে সদস্য বাড়ানো হবে।
যাযাদি/ এসএম