গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশিয় অস্ত্র, হিরোইন, ইয়াবা, এ্যামপল, মোবাইল ফোন সহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
গোবিন্দগঞ্জ থানা সূত্র জানায়, সোমবার গভীর রাতে গাইবান্ধা সেনা ক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি যৌথ টিম এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন উপজেলার কোচাশহর ইউনিয়নের উত্তর শোলাগাড়ি গ্রামের আমিরুল ইসলামের ছেলে শামিম শেখ।
গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে নিজ বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়। এসময় ধৃত আসামীর বাড়ি তল্লাসী করে আঠারটি বড় রামদা, সাতটি ছোট রামদা, চার পুরিয়া হিরোইন ও কয়েকটি মোবাইল ফোন সহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এবিষয়ে গোবিন্দগঞ্জ থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, অধিকতর তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত আসামীকে আজ মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।