পপুলার লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড এর আল- আমিন বীমা প্রকল্পের ঢাকা জোন কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বি এম ইউসুফ আলী বলেন, উক্ত আন্দোলনে আহত ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের জন্য জোর দাবি জানান। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, উক্ত আন্দোলনে আমাদের কোম্পানির বিভিন্ন অফিসারদের পরিবারের সদস্য ও তাদের আত্মীয় স্বজনের মধ্যে যাঁরা শহীদ হয়েছেন অথবা পঙ্গুতবরন করেছেন বা আহত হয়েছেন, তাদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন।
বি এম ইউসুফ আলী বলেন, পপুলার লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
যাযাদি/ এম