ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হক নির্দেশনা এবং কসবা থানার অফিসার ইনচার্জ আবদুল কাদের-এর সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
এসআই মোহাম্মদ শফিকুল ইসলাম এবং ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর ০৪:৩০ সময় কসবা থানাধীন বিনাউটি ইউপিস্থ তিনলাকপীর সড়ক থেকে ৫০ কেজি গাঁজা সহ মোহাম্মদ লোকমান হোসেন (৪৬)-কে আটক করা হয়।
কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের বিষয়টি আজ সকালে প্রেস রিলিজ করে জানিয়েছেন। আটককৃত আসামি লোকমান হোসেন উপজেলার সোনারগাঁও গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
যাযাদি/ এসএম