শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

২৬ বছর আগের হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি
  ০৯ এপ্রিল ২০২৫, ১৭:৩৫
২৬ বছর আগের হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন
প্রতীকি ছবি

জামালপুরে ২৬ বছর আগে একটি হত্যার মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড ও ১০ জনকে খালাস দিয়েছে আদালত। বুধবার দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো: আবুবকর সিদ্দিক এই রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ২৩ ডিসেম্বর রাতে জামালপুর সদরের হাসিল গ্রামে রফিকুল ইসলাম গাদু নিজের বাড়ির পাশের পুকুর পাহারা দিতে গিয়ে আর ফিরে আসেননি।

নিখোঁজের পাঁচদিন পর এক প্রতিবেশীর বাড়ির টয়লেটের ট্যাংকির ভেতর থেকে পুলিশ গাদুর মরদেহ উদ্ধার করে। ঘটনার পরদিন নিহতের স্ত্রী লাইলী বেগম জামালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শুরুতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হলেও পুলিশ তদন্ত শেষে ২০০০ সালের ৬ জুন নিহতের প্রতিবেশী লেবু মিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরে ২০০৩ সালের ৩০ আগষ্ট ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করে আদালত।

মামলায় মোট ১৯ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় বুধবার আসামীদের উপস্থিতিতে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচরক মো: আবুবকর সিদ্দিক আসামি লেবু মিয়া ও মজনু মিয়াকে হত্যা ও অপহরণে জড়িত থাকার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং মরদেহ গুমের ঘটনায় সাত বছর সশ্রম কারাদন্ডের রায় দেন। এছাড়া প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

বাকি ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। দীর্ঘ ২৬ বছর পর এই রায়ে সন্তুষ্টি জানিয়েছে বাদী পক্ষ।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে