বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পুত্রবধূকে ঘুমের ঔষধ খাইয়ে ধর্ষণ করেন শ্বশুর!

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
  ১০ এপ্রিল ২০২৫, ১৭:১৫
পুত্রবধূকে ঘুমের ঔষধ খাইয়ে ধর্ষণ করেন শ্বশুর!
ছবি: যায়যায়দিন

পিরোজপুরের নাজিরপুরে পুত্রবধুকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। বুধবার (৯ এপ্রিল) উপজেলার বুড়িখালি গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত শ্বশুর তোরাব আলী (৬৫) ওই গ্রামের মৃত আব্দুল মজিদ শেখের ছেলে। ঘটনাটি রীতিমতো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এঘটনায় ধর্ষণের শিকার পুত্রবধুর মা আফরোজা খানম বাদী হয়ে গতকালই নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত শ্বশুর পলাতক রয়েছেন।

মামলার বিবরণীতে ভিকটিমের মা বলেছেন, তোয়াব আলীর ছেলের সাথে, ৬ মাস পূর্বে তার মেয়ের বিয়ে হয়। বাড়িতে কেউ না থাকায় ঘুমের ঔষধ খাইয়ে শ্বশুর তার মেয়েকে ধর্ষণ করে। বুধবার বিকালে তার মেয়েকে নাজিরপুর হাসপাতালে নিয়ে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে রেফার করে চিকিৎসকরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: অশেষ প্রতিম রায় বলেন, ভর্তি হওয়া তরুনীর ডাক্তারি পরীক্ষার জন্য আমরা তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছি।

নাজিরপুর থানার অফিসার ইনাচার্জ (ওসি) মো: মাহামুদ আল ফরিদ ভূইয়া জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত চলছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে