ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মালবাহী কন্টেইনার ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরির ঘটনায় ট্রেন চালক ও পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা হয়েছে। রেলওয়ে থানার সাব ইন্সপেক্টর শোভন কুমার নাগ বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় অভিযুক্তরা হলেন ট্রেন চালক মো: নাসির উদ্দিন, সহকারী চালক আঃ রাজ্জাক, ট্রেন পরিচালক (গার্ড) মোঃ ওমর ফারুকসহ ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কোড্ডা গ্রামের পারভেজ ওরফে জাফর (৩১), কাজী রতন (৪৫), মুরাদ মিয়া (২৮), ইসহাক মিয়া (৩০) ও শামীম মিয়া (৪৭)। এ ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী কমান্ড্যান্ট আরএনবি মোঃ ফিরোজ আলীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম-ঢাকা রেলপথের আখাউড়া রেলজংশন এলাকায় মালবাহী কন্টেইনার ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরি হয়। একটি চোরাই সিন্ডিকেট তিতাস ব্রিজের পশ্চিমে ট্রেন থামিয়ে ইঞ্জিন থেকে তেল চুরি করছে দীর্ঘদিন ধরে। ট্রেনের ড্রাইভার ও গার্ডকে ম্যানেজ করেই তেল চুরি করা হয়। গত সোমবার রাতে তেল চুরির সময় হাতেনাতে ২১০ লিটার তেল উদ্ধার করে আখাউড়া রেলওয়ে পুলিশ।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, গত সোমবার রাত সোয়া ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি কন্টেইনার ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরির সময় ২১০ লিটার তেল উদ্ধার করে আখাউড়া রেলওয়ে পুলিশ। এ ঘটনায় ট্রেন চালক মো: নাসির উদ্দিন, সহকারী চালক আঃ রাজ্জাক, ট্রেন পরিচালক (গার্ড) মোঃ ওমর ফারুকসহ ৮জনের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা হয়েছে।
আখাউড়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান জানান, আসামী গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। তবে ট্রেন চালক ও পরিচালকের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট চিঠি দেয়া হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য।
তেল চুরির ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী কমান্ড্যান্ট আরএনবি মোঃ ফিরোজ আলীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত টিম গঠন হয়েছে।
যাযাদি/ এমএস