বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নাইক্ষ্যংছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

নাইক্ষংছড়ি  (বান্দরবান) প্রতিনিধি
  ১১ এপ্রিল ২০২৫, ১৯:৪৫
নাইক্ষ্যংছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 
ছবি: যায়যায়দিন

নাইক্ষ্যংছড়িতে উপজেলা বিএনপির সভাপতি আরিফুল্লাহ ছুট্টু সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুর ও নুরুল আবসার সোহেলের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত উপজেলা সদরে।

শুক্রবার ( ১২ এপ্রিল) বিকেল ৩ টায় এ বিক্ষোভ মিছিল শেষ হয় দলীয় কার্যালয়ে গিয়ে। এতে বক্তারা বলেন,বান্দরবান জেলা সদরের কালাঘাটায় দুর্বৃত্তরা বিএনপির অফিস ভাংচুর করেছে।

যার তীব্র নিন্দা জানান তারা। আর সে কারণেই তারা বিক্ষুব্ধ হয়ে এ বিক্ষোভ-সমাবেশ করেছে।

এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির মৌলানা সুলতানসহ নেতৃবৃন্দ,সদর ইউনিয়ন সভাপতি সাংবাদিক ইউনুস, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সোহেল,ছাত্রদল আহবায়ক জিয়াবুল হক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান প্রমূখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে