বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ঘোড়াঘাটে ফিলিস্তিনের মানুষের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  ১১ এপ্রিল ২০২৫, ২০:১২
আপডেট  : ১১ এপ্রিল ২০২৫, ২০:৩৬
ঘোড়াঘাটে ফিলিস্তিনের মানুষের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের ঘোড়াঘাটে ফিলিস্তিনের মানুষের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে নানা শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়।

আজ শুক্রবার বাদ আসর সিরাতে মুস্তাকিন পরিষদ ও তৌহিদি জনতার যৌথ আয়োজনে উপজেলার বিরাহীমপুর গুচ্ছগ্রাম হ্যালি প্যাড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রানীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন,সিংড়া ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাত হোসেন, মুফতি মানোয়ার হোসেন, মুফতি শাহিন রেজা,ইমাম মো. সিরাজুল ইসলাম, মাওলানা ফজলুল হকসহ অনেকে।

সমাবেশ বক্তারা বলেন,ইসরায়েলের আগ্রাসন রুখে দিতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে অসহায়,নিরীহ, নিপীড়িত ও মজলুম ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশে ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে। এসময় বক্তারা ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে