দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুনরুদ্ধার ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে ১১ এপ্রিল (শুক্রবার) জুম্মাবাদ তালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বিক্ষোভ মিছিলটি তালা উপজেলার সরকারি হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে তালা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
সমাবেশে কামরুজ্জামান মিঠুর পরিচালনায় ও উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, বিএনপি নেতা শেখ শফিকুল ইসলাম, জামায়াত ওলামা বিভাগের মাওঃ কবিরুল ইসলাম, রেজাউল ইসলাম,সাংবাদিক আকবর হোসেন, শিবিরের উপজেলা সাবেক সভাপতি আনোয়ার হোসেন, যুবদল নেতা সাইদুর রহমান, প্রমুখ।
উক্ত মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম সহ সর্বস্তরের মুসুল্লীরা উপস্থিত ছিলেন।
যাযাদি/ এসএম