বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
যেভাবে ঘুরে দাঁড়ালেন মার্কিন নারী

ChatGPT-এর সাহায্যে ২৩ হাজার ডলারের ঋণ পরিশোধ

যাযাদি ডেস্ক
  ০২ জুলাই ২০২৫, ০২:০৩
আপডেট  : ০২ জুলাই ২০২৫, ০৪:৩৫
ChatGPT-এর সাহায্যে ২৩ হাজার ডলারের ঋণ পরিশোধ
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এখন শুধু তথ্য খোঁজা বা কনটেন্ট তৈরির কাজেই সীমাবদ্ধ নেই, এটি মানুষের ব্যক্তিগত জীবনের সমস্যা সমাধানেও কার্যকর ভূমিকা রাখছে।

সাম্প্রতিক সময়ে উদাহরণ সৃষ্টি করেছেন আমেরিকার ডেলাওয়্যারের এক বাসিন্দা জেনিফার অ্যালান। পেশায় একজন রিয়েলটর এবং কন্টেন্ট ক্রিয়েটর।

অ্যালান জনপ্রিয় চ্যাটবট ChatGPT ব্যবহার করে তার ক্রেডিট কার্ডের ২৩ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লক্ষ টাকা) ঋণ পরিশোধ করেছেন।

ঋণের জালে যেভাবে পড়লেন:

নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালান জানান, তিনি সারাজীবন আর্থিক সচ্ছলতার জন্য সংগ্রাম করেছেন। তিনি বলেন, "আমি যথেষ্ট আয় করি না বলে নয়, বরং আমাকে কখনও আর্থিক স্বাধীনতার বিষয়টি শেখানো হয়নি। আমি বাজেট করে সংসার চালাতে শিখিনি। ভেবেছিলাম আরও কঠোর পরিশ্রম করলে হয়তো এই সমস্যা কাটিয়ে উঠতে পারব, কিন্তু তাতে কাজ হয়নি।"

মেয়ের জন্মের পর তার জীবনের সমীকরণ পুরোপুরি বদলে যায়। সন্তানের জীবনযাপনের খরচ মেটাতে গিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং জীবনযাপনের খরচ সামলাতে ক্রেডিট কার্ডের ওপর নির্ভরশীল হয়ে পড়েন।

অ্যালান বলেন, "আমরা বিলাসবহুল জীবনযাপন করছিলাম না, আমরা কেবল বেঁচে থাকার চেষ্টা করছিলাম। কিন্তু ততদিনে ঋণের বোঝা অনেকটাই বেড়ে গিয়েছিল।"

এই দুর্ভোগের সময়ে অ্যালানের সহায়ক হিসেবে দেবদূতের মত আবির্ভূত হয় ChatGPT। তিনি চ্যাটবটটিকে তার আর্থিক পরিস্থিতি ব্যাখ্যা করে সাহায্য চান।

ChatGPT তাকে সঞ্চয়ের সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করতে এবং অতিরিক্ত আয়ের উপায় খুঁজে বের করতে পরামর্শ দেয়। চ্যাটবটটি তাকে অপ্রয়োজনীয় খরচ, যেমন অব্যবহৃত সাবস্ক্রিপশন বাতিল করা এবং ফেসবুক মার্কেটপ্লেসের মতো প্ল্যাটফর্মে পুরোনো ও অবাঞ্ছিত জিনিস বিক্রি করে অতিরিক্ত আয়ের পথ বাতলে দেয়।

অভাবনীয় সাফল্য:

ChatGPT-এর পরামর্শ কাজে লাগিয়ে অ্যালান অভাবনীয় সাফল্য পান। তিনি তার টিকটক অ্যাকাউন্টে (@_jenn.allan) একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় তিনি মাত্র ৩০ দিনের মধ্যে ১২,০৭৮.৯৩ ডলার ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছেন।

অ্যালান বলেন, "এটা কোনো জাদু ছিল না। ChatGPT কেবল আমার প্রতিদিনের খরচ কমানোর বাস্তবসম্মত উপায় দেখিয়েছে। তাই আমি আমার অভিজ্ঞতা মানুষের সঙ্গে শেয়ার করলাম। জীবনে প্রথমবারের মতো, আমি লজ্জিত হইনি এবং বুঝতে শিখেছি যে আমি যেকোনো প্রতিকূলতা জয় করতে পারি।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে