সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

ফেনীতে নানা আয়োজনে বর্ষবরণ

ফেনী প্রতিনিধি
  ১৪ এপ্রিল ২০২৫, ১৫:০০
ফেনীতে নানা আয়োজনে বর্ষবরণ
যায়যায়দিন

ফেনীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখের উৎস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে (১৪ এপ্রিল) সকালে ফেনী সরকারি কলেজ থেকে উৎসবমুখর একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেল রোডস্থ পিটিআই মাঠে এসে শেষ হয়।

অন্যদিকে দীর্ঘ ১৭ বছর পর ফেনী জেলা বিএনপির উদ্যোগে ফেনীতে পহেলা বৈশাখ উদযাপন করেছে নেতাকর্মীরা। এই উপলক্ষে ফেনী প্রেস ক্লাব প্রাঙ্গণে পান্তা-রুইয়ের আয়োজন করেন বিএনপি'। এ সময় জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিটিআই মাঠে এসে শেষ হয়।

এসময় বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান, ডিডিএলজির উপ পরিচালক গোলাম মোঃ বাতেন, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈনিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং নানা পেশাজীবী মানুষ।

বর্ণাঢ্য র‍্যালিতে ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক উপস্থাপনায় ঢাক-ঢোল, পান্তা-ইলিশের প্রতিকৃতি, লোকজ নৃত্য ও বাদ্যযন্ত্রের পরিবেশনা, যা পুরো শহরজুড়ে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

পরে পিটিআই মাঠে সাতদিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে