সুনামগঞ্জে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা নববর্ষ- ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট প্রাঙ্গণে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন অনুষ্ঠানের শুভারম্ভ হয়।
বর্ষবরণ অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং বাংলা সংস্কৃতির ঐতিহ্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে বর্ষবরণ উপলক্ষে এক বর্ণাঢ্য ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’র আয়োজন করা হয়। জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়। শোভাযাত্রায় ঐতিহ্যবাহী পোশাক পরে নানা সাজে সজ্জিত হয়ে মানুষজন বাংলা নববর্ষের আনন্দ উদযাপন করেন।
বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রাটি মুখরিত হয়ে ওঠে। এরপর জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পরে গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা, সাপের খেলা এবং কুস্তি খেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠনও যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন করছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ, সিভিল সার্জন ডা: জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল, জেলা কৃষক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আনিসুল হক, জেলা জাতীয় পার্টির আহবায়ক মনির উদ্দিন মনির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
যাযাদি/ এমএস