চট্টগ্রামের চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচিতে বাঙালীর বর্ষবরণ অনুষ্ঠান পালিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে বর্ষবরণ উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা কমপ্লেক্স চত্বর থেকে শুরু করে কমপ্লেক্সের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা মিলনায়তনে এসে জাতীয় সংগীতের মাধ্যমে "বাংলা নববর্ষ ১৪৩২" এর সূচনা ও জাতীয় ঐতিহ্য শীর্ষক আলোচনা , বিভিন্ন সম্প্রদায়, উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক, সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, প্রাথমিক শিক্ষা ইনষ্ট্রাক্টর আকতার সানজিদা জাফর পপিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং নানা শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।
যাযাদি/ এমএস