ময়মনসিংহের গফরগাঁওয়ে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিনি স্টেডিয়ামের বটমুলে এসে শেষ হয়।
এরপর বটমূলে নববর্ষ ১৪৩২ বর্ষবরণ উপলক্ষ্যে লোকজ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পরিকল্পনা কমিশনের ভৌতঅবকাঠামো বিভাগের সদস্য সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এন.এম আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি ,গফরগাঁও সেনাক্যাম্পের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ল্যাফটেনেন্ট ফয়সাল আরবি জিহাদ,
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, উপজেলা পশুসম্পদ কর্মকর্তা মতিউর রহমান,গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম,পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম প্রমুখ । এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ ।
যাযাদি/ এমএস