নওগাঁর নিয়ামতপুরে উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এবং বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উদযাপন হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলার স্থায়ী মঞ্চে এসে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি বিষয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। শোভাযাত্রার আগে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশন হয়।
বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সাংবাদিক প্রতিনিধিরা।
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, এ বছর বৈসম্যহীনভাবে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে যাতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারে।
নববর্ষ উপলক্ষে আয়োজিত মেলায় ছিল দেশীয় পণ্যের স্টল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পকলা ও স্বরলিপি সংগীত একাডেমির স্থানীয় শিল্পীরা।
এ ছাড়াও বেলা ১১টার দিকে বিএনপি ও অঙ্গসংগঠনও বৈশাখী শোভাযাত্রার আয়োজন করে ।
যাযাদি/ এমএস