শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মধ্যনগরে নানা আয়োজনে বর্ষবরণ

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ১৪ এপ্রিল ২০২৫, ১৭:৫২
মধ্যনগরে নানা আয়োজনে বর্ষবরণ
যায়যায়দিন

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষের পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এসো হে বৈশাখ, এসো এসো, বাঙালির আদিযুগের ঐতিহ্য পহেলা বৈশাখ বিভিন্ন বিনোদনের মাধ্যমে পালিত হয়।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০ টার সময় একটি বর্ণাঢ্য র‍্যালি শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইউএনও উজ্জ্বল রায় । হাওর অঞ্চলের মধ্যনগর এই প্রথমবারের মতো ঢাক ঢোল পিটিয়ে, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও উজ্জ্বল রায় বাংলা নববর্ষের পহেলা বৈশাখ উদযাপন করেন।

এতে এলাকার শিশু কিশোর সহ সকল শ্রেনীর মানুষ পহেলা বৈশাখী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং আয়োজিত বাংলার বিনোদন উপভোগ করেছেন ,দিনটি উৎসব মুখর পরিবেশে, বাঙালির আদি আমলের বিভিন্ন চিত্র দার্শনীর আয়োজন করেন। বৈশাখী মানে বাঙালির সাংস্কৃতির ঐতিহ্যে তুলে ধরেন।

দিনব্যাপী আয়োজনে রয়েছে, বর্ষবরণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,এরমধ্যে বাউল ও দেশাত্মবোধক গান, নৃত্য ও ধামাইল গান , কবিতা আবৃত্তি, হিন্দু মুসলমান সম্প্রীতির নাটিকা,সীমান্তের পাহাড়ি ঘেষা ক্ষুদ্র নৃ গোষ্ঠীর গারো,হাজং,বানাই সম্প্রদায়ের সংস্কৃতি নৃত্য গান তুলে ধরা হয়।

এছাড়াও কৃষকের ঐতিহ্যের পোশাক পরিধান যেমন খুশি তেমন সাজো, আদি আমলের বিয়ের পালকি,কৃষকের হুক্কা, লাঙ্গল, জোয়াল, ছনেড় ঘর, লাঠি খেলা, কুস্তি খেলা, ষাঁড়ের লড়াই, পিটা উৎসব সহ বাঙালির আদি আমলের হাওর বাওর এর চিত্র তুলে ধরা হয়।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে