সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

বাকেরগঞ্জে বর্ণিল আয়োজনে বর্ষবরণ

বাকেরগঞ্জ  (বরিশাল) প্রতিনিধি
  ১৪ এপ্রিল ২০২৫, ১৯:৫৯
বাকেরগঞ্জে বর্ণিল আয়োজনে বর্ষবরণ
যায়যায়দিন

বরিশাল বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন ও উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ষবরণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে বাকেরগঞ্জ জে এস ইউ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে মিলিত হয়। বর্ষবরণ অনুষ্ঠানে পান্তা উৎসব, সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত হয় বর্ষবরণ সম্পর্কিত আলোচনা সভা,

বর্ষবরণ অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বদরুল আমিন খানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার,বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ এনামুল হক,ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা,

বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ভারপ্রাপ্ত আলহাজ্ব কেরামত আলী হাওলাদার, ও অন্যান্য মুক্তিযোদ্ধা গন, এবং বাকেরগঞ্জে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ চলমান এস এস সি ও সমমানের পরীক্ষার কারণে একদিনের এ সংখিপ্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ যোগ দেয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে