বরিশাল বাকেরগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণিল আয়োজনে বর্ষবরণ১৪৩২ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়গুলোতে সকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে পান্তা উৎসব, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ও শ্রেণীকক্ষ সজ্জা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাকেরগঞ্জ উপজেলার মডেল মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রফুল্ল বিদ্যাপীঠ, গারুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয় দুধলমৌ এ কিউ এম মাধ্যমিক বিদ্যালয়, গ্ৰীন গার্ডেন শিশু একাডেমী সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়, গতকাল বর্ষবরণ উৎসব পালনে প্রফুল্ল বিদ্যাপীঠ জমকালো আয়োজন উপভোগ করতে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, সকাল আটটায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা সেনানিবাস সংলগ্ন সড়কে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রফুল্ল বিদ্যাপীঠ প্রাঙ্গণে শেষ করে পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষবরণ সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা ঈভা রানী দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও প্রফুল্ল বিদ্যাপীঠ এর প্রতিষ্ঠাতা পরিচালক বাবু পঙ্কজ কুমার দাস, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগন , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকগন, প্রধান অতিথির বক্তব্যে বাবু পঙ্কজ কুমার দাস শিক্ষার্থীদের উদ্দেশে বলেন বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে হবে, তিনি বলেন মানসম্মত শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শরীর মন ভালো রাখতে সহায়তা করে, তিনি নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার যুদ্ধ সহ বিভিন্ন ঐতিহাসিক বিষয়ে আলোচনা করতে আহ্বান জানান।
অনুষ্ঠানে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান প্রধান শিক্ষিকা ঈভা রানী দত্ত।
অপরদিকে ঐতিহ্যবাহী শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপি বর্ষবরণ উৎসব অনুষ্ঠানে নানা আয়োজনে ব্যস্ত থাকতে দেখা যায় শিক্ষার্থীদের ও শিক্ষকদের, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষার্থীদের অভিভাবকগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গতকাল বর্ষবরণ অনুষ্ঠানে সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করতে বর্ণিল সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করতে দেখা যায়।
যাযাদি/ এস