সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামের বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ল ২৫ বসতঘর

চট্টগ্রাম ব্যুরো
  ১৫ এপ্রিল ২০২৫, ১৬:১৭
চট্টগ্রামের বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ল ২৫ বসতঘর
ছবি: যায়যায়দিন

চট্টগ্রামের সিআরবি মালিপাড়া এলাকার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে ১৬ লাখ টাকার। এছাড়া ৪৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আগুন নির্বাপণ করা হয়।

জানা গেছে, আগুনে ওই এলাকার প্রায় ২৫টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ওইসব ঘর থেকে কোনো আসবাবপত্রই বের করতে পারেননি তারা। আরও জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীর প্রবেশপত্র ও বইখাতা পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকাটিতে নিম্ন ও সাধারণ শ্রেণির মানুষ বসবাস করতেন। ভোরে যখন এই আগুন লাগে তখন অনেকে ঘুমন্ত অবস্থায় ছিলেন। যে কারণে আগুনের খবর অনেকেই তাৎক্ষণিক বুঝতে পারেনি। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে অনেকেই এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তারাও তাদের সার্টিফিকেট বের করতে পারেননি।

সব হারিয়েছেন রিকশাচালক শামসুল হক। ছোট একটা ঘরে থাকতেন স্ত্রী ও দুই সন্তান নিয়ে। আগুন লাগার সময় সবাই ঘুমিয়ে ছিলেন। তিনি জানান,“আগুন লাগার সময় চিৎকার শুনে উঠে দেখি ঘরের ভেতরে ধোঁয়া। দুই মেয়েকে নিয়ে কোনোভাবে বের হতে পেরেছি। সব পুড়ে গেছে। কাপড়, বই, টাকা-কিছুই বাঁচাতে পারিনি,” বললেন শামসুল।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিআরবি এলাকার একটি বস্তিতে ভোরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আগুন নির্বাপণ করা হয়। অগ্নিকাণ্ডে ১৪টি ঘর পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ৪৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে