সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

‘সম্মিলিত প্রচেষ্টায় গোলাপগঞ্জকে নিরাপদ করে তুলতে চাই’

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
  ১৫ এপ্রিল ২০২৫, ১৭:০৩
‘সম্মিলিত প্রচেষ্টায় গোলাপগঞ্জকে নিরাপদ করে তুলতে চাই’
ছবি: যায়যায়দিন

আপনারা জানেন আসন্ন বর্ষা মৌসুমে গোলাপগঞ্জ পৌরবাসীকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে পৌর বাজার ও আহমদ খান রোডের বড় ড্রেন গুলো ইতোমধ্যে পৌরসভার উদ্যোগে ময়লা আবর্জনাসমূহ পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে পুনরায় ২ ও ৩ নং ওয়ার্ডের ড্রেন পরিষ্কার ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সকল ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ড্রেনসমূহ পরিষ্কার করা হবে। তবে, শুধুমাত্র পৌরসভার উদ্যোগ যথেষ্ট নয়এতে আপনাদের সক্রিয় সহযোগিতাও অপরিহার্য।

আপনাদের প্রতি কিছু গুরুত্বপূর্ণ অনুরোধ:

ড্রেনে ময়লা, প্লাস্টিক বা রান্নাঘরের বর্জ্য ফেলবেন না। এটি পানি জমে যাওয়া ও জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ।

নিজ নিজ বাসা ও দোকানের সামনের এলাকা নিয়মিত পরিষ্কার রাখুন।

বাড়ির পেছনে ও আশেপাশে জমে থাকা পানিতে মশা জন্মাতে পারে—তাই সেসব জায়গাও পরিষ্কার রাখুন।

যেখানে প্রয়োজন, সেখানে ময়লা রাখার নির্ধারিত স্থান ব্যবহার করুন এবং পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের কাজে সহযোগিতা করুন।

সামাজিক সচেতনতা গড়ে তুলুন—পাশের প্রতিবেশীকেও এ বিষয়ে সচেতন করুন।

প্রিয় পৌরবাসী, মনে রাখবেনএই শহর আমাদের সবার। এর পরিচ্ছন্নতা ও উন্নয়নের দায়িত্বও আমাদের সবার। একসাথে কাজ করলে আমরা একটি সুন্দর, স্বাস্থ্যকর ও উন্নত গোলাপগঞ্জ গড়ে তুলতে পারব।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে