মজলুম ফিলিস্তিনিদের উপর ইসরাইলের নৃশংসতা ও গণ-হত্যার বিরুদ্ধে ও ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনে নীলফামারীর সৈয়দপুরে সোমবার (১৪ এপ্রিল) আসর ওয়াক্ত থেকে রাত পর্যন্ত শহরের বাংলা হাই স্কুল মাঠে গাউসিয়া ইসলামিক মিশন ও সৈয়দপুরের সর্বস্তরের সুন্নী জনতা আয়োজিত এক বিশাল ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে পাকিস্তান, ভারত, দুবাই, লন্ডন, ফ্রান্স, ওমান, নেপালসহ দেশ-বিদেশ থেকে আগত বিভিন্ন আলেম-উলেমারাসহ লাখো মানুষ ফিলিস্তিনের জন্য হাত তুলে মোনাজাতে অংশ নেন। মাঠেই ধর্মপ্রাণরা আসর ও মাগরিবের নামাজ আদায় করেন।
ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুরের মহা-পরিচালক ও আল কুরআন একাডেমী আমেরিকার প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমদ আল-বুখারী সাহেবের পরিচালনায় বিশাল এই কনফারেন্সে প্রধান অতিথি ও প্রধান বক্তা ছিলেন লন্ডন মেঞ্চেস্টারের ওয়ার্ল্ড ইসলামিক মিশনের প্রেসিডেন্ট হযরতুল আল্লামা কামরুজ্জামান আল-আযামী। মানুষের জন-সমুদ্র নিয়ে নিরীহি ফিলিস্তিনের জন্য এ কনফারেন্সে দোয়া করেন প্রধান অতিথি লন্ডন মেঞ্চেস্টারের ওয়ার্ল্ড ইসলামিক মিশনের প্রেসিডেন্ট হযরতুল আল্লামা কামরুজ্জামান আল-আযামী সাহেব।
এছাড়া বিশেষ মেহবানের বক্তব্য রাখেন মধ্যপ্রাচ্য ওমান থেকে শাইখ হাইসান কারীম, দুবাই থেকে হাজী রফিক বারকাতী, ফ্রান্স থেকে উমার আল-ফকেহানী, আজমের শরিফ ভারত থেকে শাইক ইমরান বারকাতী, করাচী পাকিস্তান থেকে শাইখ ইয়াসিন বারকাতী ও ড. মুফতি মাযহার ইকবাল শামী, নেপাল থেকে শাইখ নুর মোহাম্মদ মিসবাহীসহ দেশের ও স্থানীয় অন্যান্য উলেমায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম-খতিব পীর মাশায়েখ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ।
বহুদিন পর সৈয়দপুরে লাখো ধর্মপ্রাণের উপস্থিতিতে এই ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্স ও ফিলিস্তিনিদের পক্ষে দোয়া হওয়ায় সৈয়দপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ইতিবাচক আলোচনা চলছে।
মাহফিলে এন্তেজামিয়ার অন্যতম ড. সৈয়্যদ এরশাদ আহমেদ আল বোখারী সাহেব জানান, আমাদের ভাই মজলুম ফিলিস্তিনিদের পক্ষে আন্তর্জাতিক জনমত তৈরি করতে এই ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্সের আয়োজন। ইতিমধ্যে এ কনফারেন্স ঢাকা, দিনাজপুর, রংপুরে হয়েছে। আমরা ফিলিস্তিনিদের পক্ষে যে যার মত করে লড়াই চালিয়ে যাবো বলেও জানান তিনি।
যাযাদি/ এমএস