ফিলিস্তিনির গাঁজায় মুসলমানদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কতৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া এলাকায় বৃহত্তর চর এলাকা কাজিপুর ও সরিষাবাড়ী উপজেলার তাওহীদি জনতার আয়োজনে সরিষাবাড়ী-কাজিপুর প্রধান সড়কে ঘন্টাব্যাপি এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
আলহাজ আব্দুল লতিফ সরকার এর সভাপতিত্বে ও মাওলানা সোহাইল হোসেন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, রোবায়েত হোসেন বিপুল মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাসুদ রানা দুলাল, সেক্রেটারী মনির উদ্দিন, পোগলদিঘা ইউনিয়ন আমীর সুরুজ্জামান, সেক্রেটারী আনোয়ার হোসেন, মালিপাড়া নাজিম উদ্দিন নুরাণী ও হাফিজিয়া মাদরাসার পরিচালক মাওলানা সাদিকুল ইসলাম, হাফেজ মো: রফিকুল ইসলাম, মাওলানা আল আমিন হোসেন, আব্দুল লতিফ মাস্টার, মাওলানা ইউসুফ হোসেনসহ বিভিন্ন আলেম-ওলামা ও সুধিজন ।
এ সময় বক্তারা ইসরাইলের সকল পণ্য বয়কটের আহবান করে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইল বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, কোনো কারণ ছাড়াই দিনের পর দিন ইসরাইলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। তারা সেখানকার মুসলিমদের অন্যায়ভাবে হত্যা করছে। আমরা সব মুসলিমরা ফিলিস্তিনের মুসলিমদের প্রতি সংহতি জানাই। অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘ এবং মুসলিম রাষ্ট্রনেতাদের প্রতি আহ্বান জানান তারা।
যাযাদি/ এমএস