বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রাঙাবে এবা‌রের সাংগ্রাই জল উৎসব

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
  ১৫ এপ্রিল ২০২৫, ২০:১৬
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রাঙাবে এবা‌রের সাংগ্রাই জল উৎসব
ছবি: যায়যায়দিন

এবা‌রের বাংলা বর্ষ বরণ‌কে স্মরণীয় ক‌রে রাখ‌তে সাংগ্রাই জল উৎস‌বের ভেন্যু হি‌সে‌বে বে‌ছে নেওয়া হ‌য়ে‌ছে রাঙামা‌টি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ কে।

আমা‌দের সংস্কৃ‌তি, আমা‌দের প‌রিচয়, এই প্রতিপাদ্যে আজ ১৬ এ‌প্রিল পার্বত্য চট্টগ্রামে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলউৎসব‌কে ঘি‌রে সব‌চে‌য়ে বে‌শি জমা‌য়েত করার প্রত্যাশা ও পার্বত্য জনপদের ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠির নিজ নিজ ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য দেশবাসীর কাছে তুলে ধরতে প্রতি বা‌রের ন্যায় এবারও মারমা সংস্কৃতিক সংস্থা (মাসস) নানা আয়োজনের উদ্যোগ নি‌চ্ছে।

এবা‌রের জল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৩০৫ পদাদিক রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক এফ পিপি,এএফ ডব্লিউ সি, পিএসসি,রাঙ্গামাটি রিজিয়ন।

সাংগ্রাইং উদযাপন কমিটির সভাপতি মংসুইপ্রুু মারমার সভাপ‌তি‌ত্বে বিশেষ অ‌তি‌থি হিসেবে উপস্থিত থাকবেন, লেঃ কর্ণেল মাহাতাব খান পি এস সি,লেঃ কর্ণেল কাওসার মেহেদী সিগন্যালস, লেঃ কর্ণেল জুনাঈদন উদ্দীন চৌধুরী,লেঃ ক‌র্নেল এস এম মাহমুদ হাসান সোহাগ পিএস সি, মেজর মো, আসফিকুর রহমান জি এম ও, (২) ইষ্ট, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্ল্যাহ মারুফ,এস এস ফরহাদ হোসেন পু‌লিশ সুপার রাঙামাটি সহ বিশিষ্টজনরা।

আয়োজক সংস্থা মারমা সংস্কৃতিক সংস্থা (মাসস) এর সুত্রে জানা গেছে, রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবার কেন্দ্রীয় ভাবে সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে