গাজীপুরের শ্রীপুরে এক রাতে পৃথক দুটি বাজারের একটি হার্ডওয়্যার ও একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। একটি ঘটনায় তদন্তে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গভীর রাতে শ্রীপুর সদর বাজারের মেসার্স মিনহাজ হার্ডওয়্যারি ও উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট বাজারের একটি মুদী দোকানে এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, শ্রীপুর বাজারের স্কুল মার্কেটে অবস্থিত মানিক মিয়ার মালিকানাধীন মের্সাস মিনহাজ হার্ডওয়্যারে বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। তিনি বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের সাটারের তালা কাটা ও ভেতরের মালামাল এলোমেলো। পরে বুঝতে পারেন তার দোকান থেকে নগদ টাকাসহ হার্ডওয়্যার মাল মিলিয়ে প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। পরে তিনি থানায় জিডি করছেন।
এদিকে, একই রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট বাজারের রাশেদ খান মেননের মালিকানাধীন একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার সকালের দিকে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল দেন ওই দোকানি। এ ঘটনায় পুলিশ গেলেও দেরিতে পৌঁছেছে অভিযোগ তুলে পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দিয়েছেন ওই দোকানি। এতে গুরুতর আহত পুলিশ সদস্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ভুক্তভোগী পুলিশ সদস্য আবুল হোসেন (৩৫) শ্রীপুর থানার আওতাধীন মাওনা পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।
আটক দোকানি রাশেদ খান মেনন (২৭) উপজেলার শৈলাট গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বক্তব্য ও পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, বুধবার রাতে ওই দোকানে চুরির ঘটনা ঘটলে বৃহস্পতিবার সকালে ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে মাওনা ফাঁড়ির এএসআই আবুল হোসেনসহ পুলিশ সদস্য ঘটনাস্থলে যায় পুলিশ সদস্যরা। যাওয়ার পরপরই দোকানি পুলিশের সঙ্গে তর্কে করে দেরিতে পৌঁছার কারণ জানতে চান। এরপর ভুয়া পুলিশ অপবাদ দিয়ে দোকানে থাকা লোহার শিকল দিয়ে সজোরে আঘাত করে আবুল হোসেনের মাথা ফাটিয়ে দেন। এ সময় ধস্তাধস্তিতে সঙ্গে থাকা কনস্টেবলও আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযুক্ত দোকানিকে আটক করে। এ ঘটনায় দোকানির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
দেরিতে যাওয়ার বিষয়টি অস্বীকার করে শ্রীপুর থানার পরিদর্শক নয়ন কুমার বলেন,' জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর যথাসময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারপরও পুলিশ কেন দেরিতে পৌঁছেছে, এমন অপবাদ দিয়ে পুলিশের ওপর আক্রমণ করা হয়। এতে একজনের মাথা ফাটিয়ে দেয়। যা দুঃখজনক।'
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল যায়যায়দিনকে বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এক পুলিশ সদস্য আহতের ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তারের পর দোকানিকে আদালতে পাঠানো হয়েছে।'
যাযাদি/ এমএস