চট্টগ্রাম উত্তরের ঐতিহ্যবাহী শিক্ষা-প্রতিষ্ঠান নিজামপুর সরকারি কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের পরিষদ গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৫ এপ্রিল) কলেজ প্রাঙ্গনে প্রাক্তন শিক্ষার্থীদের সাধারণ সভা ডাকা হয়।
সভা শেষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দিন কে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে মো. অহিদুন্নবীকে আহ্বায়ক এবং নাজমুল হাসান আরাফাতকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া কমিটির যুগ্ম আহবায়ক করা হয়েছে মো. আব্দুল করিম, মো. নাজিম উদ্দিন সবুজ ও মো. শাহাদাত হোসেনকে। এবং সভায় আহ্বায়ক কমিটি সিদ্ধান্তে আলমগীর হোসেন খন্দকার ও মো. জিয়াউল হককে কোষাধ্যক্ষ করা হয়েছে।
পরে আহ্বায়ক অহিদুন্নবীর সভাপতিত্বে এক সভায় ২৫ সদস্যের নির্বাহী কমিটি গঠনসহ কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন কমিটির মাধ্যমে কর্ম পরিধি আরও প্রসারিত করার প্রত্যাশা ব্যক্ত করেন প্রাক্তন শিক্ষার্থীরা।