বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্ঠা ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান জামান বলেছেন, দলের নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি ভূমিদল পুকুরদখল ও সন্ত্রাসী কার্যক্রম করে তারা বিএনপিকে ধারন করেনা, তারা বিএনপির কেউনয়, তাদেরকে আটক করে আইনের হাতে তুলে দিবেন ।
দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্ঠা ও ফুলবাড়ীর সাবেক উপজেলঅ চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেছেন সন্ত্রাসীদের ভয় পাওয়ার কিছু নাই, সকল ধর্ম বর্নের মানুষকে নিয়ে বিএনপি, তাই বিএনপির ধর্মিও সংখ্যালঘুদের পাশে আছে ও থাকবে।
শনিবার (১৯ এপ্রিল) বিকালে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গনে ফুলবাড়ী উপজেলার হিন্দু ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তারেক রহমানের আইন উপদেষ্ঠা ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিষ্টার কামরুজ্জামান জামান আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান একজন সৎ ও সাহসী আদর্ম মানুষ ছিলেন, তিনি তার সততা ও আদর্শ দিয়ে দেশ ও জনগণের সেবা করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাটা জিবন জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শ বাস্তবায়ন করেছেন, তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বসবাসরত সকল ধর্মের বর্নের মানুষকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছেন, এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরুর কোন অবস্থান নাই, আমরা সকলে বাংলাদেশি, সংবিধান অনুযায়ী আমাদের সকলের অধিকার সমান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ উল্লেখ করে হিন্দু ধর্মালম্বীদের উদ্দেশ্যে বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যদি আপনাদের উপরে হামলা নির্যাতন করে বা চাঁদাদাবী করে, আপনারা সঙ্গে সঙ্গে তাদের আটক করে আইনের হাতে তুলে দিবেন বিএনপি আপনার সঙ্গে আছে থাকবে।
তিনি আরো বলেন বিগত ফেসিস্ট সরকার রাষ্টের সংবিধান পরিবর্তন করে সুধু একনায়কতন্ত্র নয়, এক ব্যাক্তি কেন্দ্রিক একটি ফেসিস্ট রাষ্ট প্রতিষ্ঠা করে জনগণের ভোটের অধিকারসহ সকল রাষ্ট্রিয় অধিকার কেড়ে নিয়েছিল। জনগনের ভোর্টে অধিকারসহ সকল নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি গত ১৭ বছর থেকে লড়াই সংগ্রাম করে আসচ্ছে, জনগনের সেই অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষনা করছে, সেই কর্মসূচি বাস্তবায়ন হলেই সকল জনগণ তাদের হারানো অধিকার ফিরে পাবে, এজন্য তিনি বিএনপির পতাকাতলে আসার আহবান জানান।
মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্ঠা অধ্যক্ষ খুরশিদ আলম মতি ১৯৯১ থেকে ১১৯৯৬ ও ২০০১ থেকে ২০০৬ প্রর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, সে সময় তিনি ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সভাপতির দায়িত্বে থাকার কথা উল্লেখ করে বলেন, ওই সময় হিন্দু ধর্মালম্বীরা সকলে নিরাপদ ছিল, একই ভাবে আপনারা নিরাপদে থাকবেন, কেউ আপনাদের ক্ষতি করতে পারবেনা বিএনপি আপনাদের পাশে আছে ও থাকবে।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয় থেকে বিপুল সংখ্যক হিন্দু ধর্মালম্বী নারী পুরুষ মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন।
যাযাদি/ এমএস