বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

পেকুয়ায় সাত মামলার আসামি গ্রেপ্তার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২৫, ১৫:৩৩
পেকুয়ায় সাত মামলার আসামি গ্রেপ্তার
ছবি: যায়যায়দিন

কক্সবাজারের পেকুয়ায় হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ৭ মামলার আসামি মোহাম্মদ ইউনুসকে(৪০)গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের পুর্ব বিলহাসুরা এলাকার মৃত বশির আহমদের ছেলে।

পেকুয়া থানার এস আই পল্লব ও সুনয়নের সমন্বয়ে একদল পুলিশ শনিবার দিবাগত রাত ৩টার দিকে বিলহাসুরা নিজ বাড়ি থেকে ইউনুসকে গ্রেপ্তার করে। স্থানীয় লোকজন ডাকাত ইউনুসকে গ্রেফতার করায় স্বস্তি প্রকাশ করেছে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত বলেন, ধৃত ইউনুস আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে হত্যাসহ ডাকাতি, ডাকাতি, অস্ত্র আইনে সাতটি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে