বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আত্রাই নদীতে  জোয়ারের পানির প্রবাহ শুরু

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২৫, ১৯:৫২
আত্রাই নদীতে  জোয়ারের পানির প্রবাহ শুরু
ছবি: যায়যায়দিন

নওগাঁ জেলার আত্রাই নদীতে জোয়ারের পানির প্রবাহ শুরু হওয়ায় নদী তীরবর্তী এলাকার কৃষক ও জেলেদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

দীর্ঘদিন ধরে পানি স্বল্পতার কারণে চাষাবাদ ও মাছ ধরা কঠিন হয়ে পড়লেও বর্তমানে জোয়ারের পানি প্রবাহ বৃদ্ধি পেয়ে নদীটি প্রাণ ফিরে পেয়েছে।

স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান জানান, নদীর পানির স্তর বেড়ে যাওয়ায় কৃষি জমিতে সেচ দেওয়া সহজ হবে, যা ফসলের উৎপাদন বাড়াতে ভূমিকা রাখবে। অন্যদিকে বিভিন্ন প্রজাতির মাছ নদীতে প্রবেশ করায় তাদের জালে মাছ ধরা পড়ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সম্প্রতি বৃষ্টিপাত ও উজান থেকে পানি প্রবাহ বেড়ে যাওয়ায় নদীতে জোয়ারের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি দেখা যাচ্ছে। নদী রক্ষায় নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানান একজন কর্মকর্তা।

তবে স্থানীয়রা দাবি করেছেন, নদী ড্রেজিং ও বাঁধ সংস্কারের মাধ্যমে আত্রাই নদীতে স্থায়ী পানির প্রবাহ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

নদীকে কেন্দ্র করে জীবিকা নির্বাহকারী হাজারো মানুষ এই পরিবর্তনকে স্বাগত জানালেও দীর্ঘমেয়াদি সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগের প্রত্যাশা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে