বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পার্বতীপুরে বিনামূল্যে চক্ষু রোগীর চিকিৎসা সেবা প্রদান 

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ২১ এপ্রিল ২০২৫, ১৩:৫৯
পার্বতীপুরে বিনামূল্যে চক্ষু রোগীর চিকিৎসা সেবা প্রদান 
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের পার্বতীপুরে বিনামূল্যে দুই শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) পার্বতীপুর শহরের স্বনামধন্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ইসলাম ক্লিনিকের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত চক্ষু শিবিরে এই সেবা প্রদান করা হয়।

জানা গেছে, চক্ষু শিবিরে দুই শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ৫০ জন গরীব ও দুস্থ রোগীর চোখে ছানি অপারেশন এবং কৃত্রিম লেন্স সংযোজন করা জন্য বাছাই করা হয়। তন্মধ্যে ১৭ জন রোগীর অপারেশন লায়ন্স চক্ষু হাসপাতাল পার্বতীপুরে সম্পন্ন হয় । বাকি রোগীদের আগামী বৃহস্পতিবার অপারেশন করা হবে বলে লায়ন্স ক্লাব অব পার্বতীপুরের সাবেক প্রেসিডেন্ট লায়ন সালেহ আহমেদ মঞ্জু জানিয়েছেন।

চক্ষু শিবিরের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. মো. মোফাক্ষারুল ইসলাম প্রতিষ্ঠাতা ও পরিচালক ইসলাম ক্লিনিক এন্ড ডায়াবেটিক সেন্টার, পার্বতীপুর, প্রকল্প পরিচালক, লায়ন্স চক্ষু হাসপাতাল, পার্বতীপুর।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে