পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনে একটি ট্রেন থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ১০ বস্তা িআতশবাজি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রোববার (২০ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে নাসিরাবাদ ট্রেনের পার্সেল বগি তল্লাশী করে প্রায় ৯ হাজার প্যাকেট আঁতসবাজি উদ্ধার করা হয়। মাছের খাদ্যের নাম করে এগুলো পার্সেল করা হয়। আখাউড়া রেলওয়ে সহকারী পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় তিন জনের নাম উল্লেখ করে রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেলওয়ের সম্পদের নিরাপত্তা, রেলওয়ে যাত্রীদের এবং প্লাটফর্ম নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে রেলওয়ে পুলিশ। রোববার দিনগত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন খন্দকারের নেতৃত্বে একটি টিম আখাউড়া ষ্টেশনে অভিযানে যায়। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মায়মনসিংগামী নাসিরাবাদ ট্রেনটি ৩নং প্লাটফর্মে যাত্রাবিরতিকালে ট্রেনের পার্সেলের বগিতে তল্লাশি করে ভারতীয় আমদানি নিষিদ্ধ আতসবাজি কিং কুবরা ৮ হাজার ৯০০ প্যাকেট, কালার সিলেকশন ৮০ প্যাকেট উদ্ধার করা হয়। মাছের খাদ্যের নামে এগুলো পার্সেল করা হয়। উদ্ধারকৃত বাজির মূল্য ৩ লক্ষাধিক টাকা। বুকিং চালান কপিতে থাকা তিন জনের নামসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ ছেনকে আসামী করে রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
আখাউড়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, রেলওয়ের সম্পদের নিরাপত্তা, রেলওয়ে যাত্রীদের এবং প্লাটফর্ম নিরাপত্তা নিশ্চিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।