চুনারুঘাটে চলামান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার দায়িত্ব থেকে একটি কেন্দ্রের সব শিক্ষককে অব্যাহতি দিয়েছে প্রশাসন। সোমবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্তী ও চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া।
জানা গেছে, চুনারুঘাট সরকারী কলেজ কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালীন সময়ে তাদেরকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
জানাযায়,সোমবার চুনারুঘাট সরকারী কলেজ কেন্দ্রে হাজী আলীম উল্লাহ সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীদের দাখিল বাংলা প্রথম পর্বের পরীক্ষা ছিল। এ সময় তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
তিনি আরও জানান, নিয়মিত কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে উক্ত কেন্দ্র পরিদর্শনে যান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্তী।পরিদর্শনকালে নৈব্যত্তিক পরীক্ষার সময় অধিকাংশ শিক্ষার্থীকে একই সেটে পরীক্ষা দিতে দেখা যায়। অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী ভিন্ন ভিন্ন সেটে পরীক্ষা নেওয়ার কথা। তবে দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্রের সব শিক্ষককে (২৩ জনকে) পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।