বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

দুর্গাপুরে জামায়াতের গনসংযোগ পক্ষ পালন

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
  ২১ এপ্রিল ২০২৫, ২১:১১
দুর্গাপুরে জামায়াতের গনসংযোগ পক্ষ পালন
ছবি: যায়যায়দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ (১১--২৫ এপ্রিল) উপলক্ষে গণসংযোগ পক্ষ কর্মসূচি পালন করেছে দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামী।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের আলিপুর বাজারে গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, নওপাড়া ইউনিয়ন আমীর ও সেক্রেটারি যথাক্রমে সেলিম উদ্দিন ও প্রভাষক রেজাউল করিম প্রমুখ।

গণসংযোগ কর্মসূচি পালনকালে আলিপুর বাজারের সকল ব্যবসায়ী ও দোকানদারের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের উদাত্ত আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে