বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলায় অনুষ্ঠিত এক গণসংযোগ অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের চারজন ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তাঁরা প্রাথমিক সদস্য পদ গ্রহণের জন্য ফরম পূরণ করেন। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই গণসংযোগ কর্মসূচি ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত চলবে। ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার সদর ইউনিয়ন শাখা এই কর্মসূচি পরিচালনা করে।
গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাসুদ সাঈদী। এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসাইন, জিয়ানগর উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, ইন্দুরকানি সদর ইউনিয়নের আমির মাওলানা খায়রুল বাশার, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি আহাদুজ্জামান নাঈম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইন্দুরকানি উপজেলা সভাপতি আশরাফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গণসংযোগ চলাকালে হিন্দু সম্প্রদায়ের চারজন ব্যক্তি মাসুদ সাঈদির উপস্থিতিতে ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। এসময় কয়েক শতাধিক সহযোগী সদস্য সংগ্রহ করা হয়। অনুষ্ঠানটি বিকেলে শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়।
যাযাদি/ এসএম