বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নিয়ামতপুরে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন  

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
  ২৭ এপ্রিল ২০২৫, ১৪:৪২
নিয়ামতপুরে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন  
ছবি: যায়যায়দিন

গাছকাটাকে কেন্দ্র করে হত্যার প্রতিবাদ এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে নওগাঁর নিয়ামতপুরে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্য ও গ্রামবাসীরা।

রোববার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে থানার সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মৃত শরীফুলের বোন মোর্শেদা, শরিফুলের ছেলে কুদ্দুস, স্ত্রী শাহনাজ, মৃত আজিজুলের ভাই ফজলুর রহমান, ছেলে ফারুক, গ্রাম বাসী নাজমা, শারমিন খাতুন প্রমূখ।

বক্তারা বলেন, হত্যা মামলার মূল আসামী লালচানসহ সকল সদস্যদের সহযোগিতায় পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনায় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারের দাবি জানান তারা।

অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার দিনেই ১২ জন আসামি ধরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও গত শুক্রবার দিবাগত-রাতে একজন আসমিকে ধরতে সক্ষম হয়েছি। তাছাড়া জড়িত আসামি ধরার জন্য সার্বিক চেষ্টা অব্যহত আছে।’

এর আগে নিয়ামতপুর সদরের তিন মাথা থেকে শুরু করে একটি বিশাল মিছিলে খুনিদের ফাঁসি চাই, দ্রুত বিচার চাই, আমাদের জীবনের নিরাপত্তা চাই স্লোগান দিত দিতে থানার সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে