নীলফামারীর সৈয়দপুরে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ নূরনবী সরকারের বিরুদ্ধে ধর্ষণ ও বাড়িঘর ভাংচুর মামলার বিচারের দাবিতে ভুক্তভোগী বাদিনী মোছাঃ নিশি আকতার তার পরিবারদের নিয়ে সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢেলাপীর কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেছেন।
এবং আমাদের প্রাননাশসহ নানা হুমকি প্রদান করেন। এনিয়ে থানায় মামলা না নেওয়ায় ১৯ এপ্রিল’ ২৫ইং তারিখে নীলফামারী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ আদালতে নূরনবী সরকার, মোঃ গোলাম নবী, মোঃ গোলাম মোস্তফা, মোঃ খায়রুল ইসলাম, মোঃ জহুরুল হক, মোঃ ইউনুস আলী ও মোঃ হাবিবকে আসামি করে মামলা (মামলা নং-নাঃশিঃনি-৫৪/২০২৫) দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য সৈয়দপুর থানায় প্রেরণ করেন। কিন্তু, থানার কর্মকর্তা মামলাটি আমলে না নিয়ে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। তার ওপর মামলা করায় বিবাদী কর্তৃক প্রতিনিয়ত আমি ও আমার পরিবারের সদস্যরা বিভিন্ন হুমকির সন্মুখিন হচ্ছি। তাই, মামলার সুষ্ঠু বিচার দাবি করছি।
এ ব্যপারে মেম্বার নূরনবীর মন্তব্য জানার জন্য তার সাথে যোগাযোগের চেষ্টা করে যোগাযোগ না হওয়ায় তা’ নেওয়া সম্ভব হযনি।