লায়ন্স জেলা কনভেনশন ও নির্বাচনে অনৈতিক ভাবে আপন ভাইকে জয়ী করতে বাড়ির পাশে আয়োজন করার অভিযোগ উঠেছে! এতে সাধারণ সদস্য ও প্রতিপক্ষ-প্রতিদ্বন্দ্বীদের মাঝো সৃষ্টি হয়েছে ক্ষোভ!! এতে ওই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওই অনুষ্ঠানকে ঘিরে দুই পক্ষের পৃথক অবস্থান ও সিদ্ধান্ত ঘিরে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। আগামী ১০ মে ওই অনুষ্ঠান হওয়ার কথা।
তথ্যমতে,
ডেলিগেট/অল্টারনেট ডেলিগেট ও অথিতি নিয়ে প্রায় এক হাজার সদস্য অংশগ্রহন করবে এমন প্রত্যাশা আয়োজকদের। এজন্য স্থান নির্ধারণ করা হয়েছে ১০০ আসন বিশিষ্ট নিকেতন সোসাইটি হল ও ১০/১ নং ৮১ ও ৮৩ (খালি প্লট)। আর এতেই সৃষ্টি হয়েছে বিপত্তি।
জানা যায়,ওই অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে সাধারণ লায়ন সদস্য ও ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এবিষয়ে জেলার জৈষ্ঠ্য লায়ন এ এস ই দেলোয়ার জগলু বলেন বিশ্বব্যাপী সমাদৃত সেবামূলক প্রতিষ্ঠান লায়ন্স এর ঐতিহ্য বজায় রেখে ৩২তম বার্ষিক কনভেনশন ও নির্বাচন করতে হবে। তার দাবী,ওই অনুষ্ঠানের জন্য যে জায়গা ঠিক করা হয়েছে তা উদ্যেশ্য প্রনোদিত ও বেমানান।
জানতে চাইলে লায়ন একেএম নেয়ামত উল্লাহ বাবু বলেন, এ ধরনের প্রহসনমূলক কনভেনশন ও নির্বাচনকে জেলার অধিকাংশ ভোটাররা প্রত্যাখ্যান করেছে। তিনি হুঁশিয়ারী উল্লেখ করে বলেন,
লায়ন আক্তারুজ্জামান দাবী করেন, জেলার লায়ন সদস্যরা আজ ভীত, ক্ষুব্ধ, আতঙ্কিত,। লায়নদের মধ্যে প্রচুর গ্লানিবোধ,।এরপরও সদস্যরা ভয়ে কথা বলতে পারছে না। তিনি দাবী করেন,
লায়ন্স জেলা ৩১৫ বি২ এর ৩২ তম কনভেনশন ও নির্বাচন অনতিবিলম্বে জেলার ঐতিহ্য বজায় রেখে পাঁচ তারকা হোটেলে স্থানান্তর সহ সকল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এবিষয়ে জেলা গভর্নরকে বারবার আহ্বান জানিয়ে যাচ্ছেন জেলার সাধারণ লায়ন সদস্যরা জানিয়ে তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, আয়োজকরা যদি তাদের ও সংক্ষুব্ধ সদস্যদের মতামত উপেক্ষা করে তবে আগামী ১০মে নিকেতনে অনুষ্ঠিত কনভেনশন ও নির্বাচনে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য জেলা গভর্নর লায়ন সফিউল আলম শামীমকে বহন করতে হবে। শুধু তাই নয়,ওই সময় সাধারণ লায়ন/ভোটারগন জান মালের ক্ষয় ক্ষতির সম্মুখীন হলে তার সম্পুর্ন দ্বায়িত্ব ও জেলা গভর্নরকে নিতে হবে।